• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাতক্ষীরায় পুলিশে সঙ্গে সংঘর্ষে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক
  ১১ জুলাই ২০১৬, ১২:২১

সাতক্ষীরায় পুলিশে সঙ্গে সংঘর্ষে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। সোমরাব ভোররাতে পৌরসভার রসুলপুর এলাকায় এঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (২০)। তিনি শহরের রসুলপুর মধুমোল্লারডাঙ্গি গ্রামের মফিজুল ইসলাম সরদারের ছেলে।

পুলিশ জানায়, রাত দেড়টার সময় পুলিশের একটি দল রসুলপুরের একটি আম বাগানে মাদকদ্রব্য বেচা-কেনা করছিল। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে মাদক ব্যবসায়ীরা অতর্কিতভাবে তাদের উপর আক্রমন করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে একজন মাদক ব্যবসায়ী আহত হয় এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। আহত মাদক ব্যবসায়ীর নিকট হতে এ সময় ১৪৫ পিচ ইয়াবা, দুই বোতল ফেনসিডিল এবং ঘটনাস্থল হতে বিষ্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করে।

এঘটনায় সাতক্ষীরা সদর থানায় মাদক ও বিষ্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh