• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরগুনায় কৃষক কবির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

আরটিভি অনলাইন রিপোর্ট, বরগুনা

  ০৩ আগস্ট ২০১৭, ১৪:০৩

বরগুনার বেতাগী উপজেলার চরখালী গ্রামের কৃষক কবির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সাজা প্রাপ্তরা হলেন আবদুল জলিল, রুহুল আমিন, মনির, রহিম, ছাত্তার, মুজিবর, জলিল মীর (পলাতক)।

বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এ রায় দেন। এ মামলায় বাকি পাঁচ আসামিকে মুক্তি দিয়েছেন আদালত।

জমি নিয়ে বিরোধের জেরে ২০০৫ সালের ২ ডিসেম্বর এক সালিশি বৈঠকে কবির হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরে এ ঘটনায় নিহত কবির হাওলাদারের স্ত্রী ছদুরা বেগম ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. কমল কান্তি দাস।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
X
Fresh