• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবানে পাহাড় ধসে নিখোঁজ আরো ১ জনের মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, বান্দরবান

  ২৮ জুলাই ২০১৭, ১২:২২

বান্দরবানের রুমায় পাহাড় ধসে নিখোঁজ আরো ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রোয়াংছড়ি উপজেলার বেতছড়া বাজার সংলগ্ন পাহাড়ি ঝিরি ও সাঙ্গু নদীর মিলনস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে শুক্রবার সকালে মরদেহটি কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দীর বলে শনাক্ত করেছেন তার শ্যালক দিগন্ত নন্দী।

রোয়াংছড়ি থানার ওসি ওমর আলী আরটিভি অনলাইনকে জানান, সাঙ্গু নদী সংলগ্ন যে ঝিরির কাছে মরদেহটি পাওয়া যায় তা ওয়াই জংশন এলাকায় পাহাড় ধসের স্থান থেকে সৃষ্টি হয়েছে। স্রোতের কারণে মরদেহটি ঝিরি দিয়ে সাঙ্গু নদীর তীরে নেমে এসেছে। তবে মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় তা শনাক্ত করা কঠিন হয়ে পরেছিল। পরে শুক্রবার সকালে নিহতের শ্যালক মরদেহটি শনাক্ত করেন।

গেলো রোববার (২৩ জুলাই) রুমা সড়কের ওয়াই জংশন এলাকায় পাহাড় ধসে ৫ জন নিখোঁজ হন। এ পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অন্য দু’জন হলেন-রুমা উপজেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ সহকারি মুন্নি বড়ুয়া ও স্কুল ছাত্রী চিমেহ্লা মারমার।

এখনো নিখোঁজ রয়েছেন দু’জন। তারা হলেন রুমা উপজেলার পোস্টমাস্টার জবিউল আলম ও স্কুল ছাত্রী চিংমেচিং মারমা।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh