• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাহাড় ধসে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফের অভিযান

আরটিভি অনলাইন রিপোর্ট, বান্দরবান

  ২৪ জুলাই ২০১৭, ১২:৩৬

বান্দরবানে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়েছে।

সোমবার সকালে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেছে।

এর আগে শনিবার ভারি বর্ষণের পর রোববার বান্দরবান-রুমা সড়কের দনিয়াল পাড়ার কাছে পাহাড় ধসে সড়কের উপর পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেসময় একটি বাস দনিয়াল পাড়ার কাছে পৌঁছলে যাত্রীরা বাস থেকে নেমে ওই জায়গাটি পায়ে হেঁটে পার হওয়ার সময় তাদের ওপর ফের পাহাড় ধসে পড়ে।

পরে ঘটনাস্থল থেকে সহকারি শিক্ষিকা চিং মারমারে (৪২) মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন চারজন।