• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাহাড় ধসে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফের অভিযান

আরটিভি অনলাইন রিপোর্ট, বান্দরবান

  ২৪ জুলাই ২০১৭, ১২:৩৬

বান্দরবানে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়েছে।

সোমবার সকালে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেছে।

এর আগে শনিবার ভারি বর্ষণের পর রোববার বান্দরবান-রুমা সড়কের দনিয়াল পাড়ার কাছে পাহাড় ধসে সড়কের উপর পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেসময় একটি বাস দনিয়াল পাড়ার কাছে পৌঁছলে যাত্রীরা বাস থেকে নেমে ওই জায়গাটি পায়ে হেঁটে পার হওয়ার সময় তাদের ওপর ফের পাহাড় ধসে পড়ে।

পরে ঘটনাস্থল থেকে সহকারি শিক্ষিকা চিং মারমারে (৪২) মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন চারজন।

রোববার সারাদিন উদ্ধার অভিযান চালানোর পর সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করা হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, পাহাড় ধসে নিহত ও নিখোঁজদের পরিবারের প্রত্যেককে বিশ হাজার টাকা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
নিখোঁজের ২০ বছর পর মা-বাবার কাছে ফিরলেন সন্তান 
মামার বিয়েতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
X
Fresh