• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আবারো পাহাড় ধসের আশঙ্কা, দ্রুত সরে যাওয়ার আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৩ জুলাই ২০১৭, ১২:৪৩

চট্টগ্রামে অব্যাহত বর্ষণ এবং জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে আবারো পাহাড় ধসের আশঙ্কা প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

এজন্য চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

রোববার সকালে জেলা প্রশাসক জিল্লুর রহমান এক জরুরি বার্তায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, জিওলজিক্যাল সার্ভে এবং অব্যাহত বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা ও নদী ভাঙনের আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।

গেলো বৃহস্পতিবারও চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন।

এর আগে জুন মাসে প্রবল বর্ষণের কারণে ভয়াবহ পাহাড়ধসে চট্টগ্রামের ৫ জেলায় ১৬১ জন মারা যায়। এর মধ্যে রাঙামাটিতে ১০৫ জন, চট্টগ্রামে ৩৬ জন, খাগড়াছড়িতে ১ জন, বান্দরবানে ৮ জন এবং কক্সবাজারে ২ জন নিহত হন। এছাড়া মধ্যে কর্মকর্তাসহ ৪ সেনা সদস্যও ছিল। তারা উদ্ধার কাজ করতে গিয়ে নিহত হন।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা
আগামী দুদিন শিলাবৃষ্টির আশঙ্কা
টানা তিন দিন ঝড়-বৃষ্টির আশঙ্কা
রাজধানীতে কয়েক দফা বৃষ্টির আশঙ্কা
X
Fresh