• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জামালপুরে এখনো পানিবন্দি লাখো মানুষ

আরটিভি অনলাইন রিপোর্ট, জামালপুর

  ২০ জুলাই ২০১৭, ১২:২২

যমুনা নদীর পানি কমে এলেও জামালপুরে এখনো পানিবন্দি হয়ে আছে লাখো মানুষ। এতে মানবেতর জীবনযাপন করছেন জেলার সাতটি উপজেলার দরিদ্র লোকজন। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ।

এদিকে বন্যার পানিতে পচে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। এতে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। পানি কমে এলেও বন্যাদুর্গত এলাকায় খাদ্য সংকট চলছেই।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক আব্দুল মান্নান জানান, যমুনার পানি বিপদসীমার ছয় সেন্টিমিটার নিচে নেমে এলেও এখনো বাড়ির আশপাশের পানি নামেনি। এদিকে কাদা ও ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মানুষের দুর্ভোগ আরো বেড়েছে।

এবারের বন্যায় জেলার ৪৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৪শ’ ৪৭টি গ্রামের দু’লাখ ২৮ হাজার ৮শ’ ৮০ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েন। এর মধ্যে ২০ হাজার মানুষ বিভিন্ন উঁচু রাস্তা ও আশ্রয়কেন্দ্রে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এ বছর বন্যায় জেলায় সাত হাজার ৪শ’ ৪ হেক্টর জমির ফসল, ২শ’ ৭৩ কিলোমিটার কাঁচা ও ৪৫ কিলোমিটার পাকা সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির জানান, বন্যাকবলিত এলাকার মানুষের মধ্যে ৪শ’ ৫০ মেট্রিকটন চাল, ৭ লাখ ১৫ হাজার নগদ টাকা ও ৬ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আইনজীবী নিহত
X
Fresh