• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষগুলোর পাশে আরটিভি (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ১৯ জুলাই ২০১৭, ১৯:৫৯

শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, দেশের বিভিন্ন স্থানে রয়েছে আরটিভির অগণিত ভক্ত-অনুরাগী। যাদের সীমানা ছাড়িয়েছে শহর থেকে বন্দর, বন্দর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল।

এদের মধ্যে উল্লেখযোগ্য উপকূলীয় এলাকা বরগুনার মানুষ। নিজেদের সুখ-দুঃখ, বিপদ-আপদে সবসময় আরটিভিকে পাশে পেয়ে খুশি উপকূলবাসী। পাশাপাশি আরটিভিকে বিনোদন ও সংবাদের নির্ভরযোগ্য মাধ্যম মনে করেন তারা।

উপকূলীয় জেলা বরগুনার প্রায় ৮০ ভাগ মানুষই মৎস্যজীবী। জীবিকার তাগিদে প্রতিদিনই এখানকার জেলেরা মাছ শিকারে যান গভীর সমুদ্রে। প্রায়সময় জলদস্যুদের কবলে পড়েন তারা। ঘটে হতাহতের ঘটনাও। আর তাই জেলে পরিবারে আনন্দের পরিবর্তে কখনো কখনো নেমে আসে দুঃখের ছায়া।

আর এসব জেলেদের সুখ-দুঃখের সংবাদ গুরুত্ব দিয়ে প্রচার করে থাকে আরটিভি। দস্যু দমনে উদ্যোগী হয় প্রশাসনও।

এছাড়া র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশের অভিযানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন প্রশংসনীয় সংবাদও প্রচার হয় আরটিভিতে। এভাবেই সুখে দুঃখে আরটিভিকে পাশে পাওয়ায় চ্যানেলটিকে অত্যন্ত আপন ভাবেন প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা বরগুনাবাসী।

সংবাদের পাশাপাশি আরটিভির শিক্ষা-বিনোদনসহ নানা অনুষ্ঠানমালাও বেশ জনপ্রিয় স্থানীয়দের কাছে।

এভাবেই সবসময় পাশে থাকায় আরটিভির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চ্যানেলটির সমৃদ্ধি কামনা করেন উপকূলবাসী।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh