• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু সাফারি পার্কে জয়-পুতুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুলাই ২০১৭, ১৪:৩৪

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ঘুরতে গেলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা হোসেন পুতুল।

বুধবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু কন্যার দু’ সন্তান ও পরিবারের সদস্যরা সাফারি পার্কে যান। এসময় তাদের অভ্যর্থনা জানাতে সেখানে জড়ো হন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয়ের কারণে সজীব ওয়াজেদ জয় ও সায়মা হোসেন পুতলের সঙ্গে দেখা করতে পারেননি নেতাকর্মীরা।

এছাড়া বঙ্গবন্ধুর দু’ নাতী-নাতনীকে এক নজর দেখতে সাফারি পার্কের আশেপাশে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এরই মধ্যে প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য দেশ ও দেশের বাইরে ব্যাপক সুনাম অর্জন করেছেন। অন্যদিকে সায়মা হোসেন পুতুল আন্তর্জাতিক পর্যায়ে অটিজম নিয়ে কাজ করছেন। তিনি একজন শিশু মনোবিজ্ঞানী।

বর্তমানে সায়মা হোসেন পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত নিযুক্ত হয়েছেন। অটিজম নিয়ে তার অভিজ্ঞতা আরো বেশি কাজে লাগাতে আন্তর্জাতিক এ সংস্থাটি দক্ষিণ এশিয়ার বিশেষ দূত হিসেবে বেছে নিয়েছে তাকে।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
X
Fresh