• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দখলমুক্ত করা হচ্ছে সিলেটের ফুটপাত (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

  ১৭ জুলাই ২০১৭, ১৬:২৫

আদালতের নির্দেশে সিলেটের বিভিন্ন সড়কের ফুটপাত দখল ও হকারমুক্ত করার পাশাপাশি রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন। তবে উচ্ছেদের পর ফের ফুটপাতে বসার চেষ্টা করছে হকাররা।

ফুটপাত থেকে উচ্ছেদ করা হকারদের পুনর্বাসনে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র।

সিলেট নগরীর আদালত চত্বর, জেলা প্রশাসন ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাতগুলো দীর্ঘদিন ধরে ছিল দখলদার ও হকারদের দখলে। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হতো পথচারীদের। সম্প্রতি আদালতের নির্দেশনা পাওয়ার পর ফুটপাত থেকে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে মাঠে নামে সিলেট সিটি করপোরেশন।

এছাড়া নগরীর নয়াসড়ক থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত রাস্তা প্রশস্ত করণের উদ্যোগ নেয়া হয়েছে। তবে সুযোগ পেলেই আবারো ফুটপাতে বসার চেষ্টা করে হকাররা।

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের পরিকল্পনার কথা জানান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ উদ্যোগ নগরবাসির মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করেন নগরবিদরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh