• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেড়েই চলেছে যমুনার পানি, খাবার সংকট (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, জামালপুর

  ১৫ জুলাই ২০১৭, ১৮:০১

জামালপুরে বেড়েই চলেছে যমুনার পানি। জেলার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। জামালপুরের সাত উপজেলার ৪৪ ইউনিয়নের প্রায় দেড় লাখের বেশি মানুষ পানিবন্দি আছে।

বন্যায় বিশুদ্ধ পানি ও খাবার সংকটে রয়েছেন দুর্গতরা। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। খাবার না থাকায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। এছাড়া বন্ধ আছে জেলার ৩শ’ ২টি শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে ইসলামপুর উপজেলার সাতটি ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জানান, জেলার বন্যাদুর্গত এলাকায় শুক্রবার সরেজমিনে পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বন্যার্তদের দরকারি নির্দেশ দিয়ে বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে সহযোগিতা করা সরকারের পবিত্র দায়িত্ব। বন্যার্তদের মধ্যে এ পর্যন্ত ৩শ’ মেট্রিকটন চাল, নগদ পাঁচ লাখ ৬৫ হাজার টাকা এবং চার হাজার প্যাকেট শুকনো খাবারসহ দরকারি ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়েছে।