• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সীতাকুন্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১২ জুলাই ২০১৭, ১৮:১৫

চট্টগ্রামের সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের দুর্গম এলাকায় অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছে আরো ৩৬ শিশু। তাদের অবস্থা আশঙ্কাজনক।

গেলো ৪ দিনে এ শিশুদের মৃত্যু হয়। তবে বুধবারই ৪ জনের মৃত্যু হয়।

এসব তথ্য আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিক।

তিনি জানান, ৩৬ শিশুকে অসুস্থ অবস্থায় চট্টগ্রামের ফৌজদারহাটের সংক্রামক ব্যাধি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো জানান, রোগের লক্ষণ হিসেবে জ্বর খিঁচুনি, পাতলা পায়খানার পাশাপাশি রক্তও যাচ্ছে। শুধু শিশুদের মধ্যেই রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে অজ্ঞাত এ রোগাটি এখনো শনাক্ত করা যায়নি। রোগটি শনাক্তের চেষ্টা চলছে। এরইমধ্যে ঢাকা থেকে একটি টিম সীতাকুন্ডের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপদ্রুত এলাকার স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা সিভিল সার্জন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ একটি টিম এরইমধ্যে ওই এলাকা পরিদর্শন করেছেন। তারা অসুস্থদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নিয়েছেন বলেও জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

আর/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, ব্যাখ্যা দিলো নেসলে
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
X
Fresh