• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে যুবলীগ নেতার নেতৃত্বে আসামি ছিনতাই

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ জুলাই ২০১৭, ০৯:২৬

যুবগীল নেতা মনিরুজ্জামান রনির নেতৃত্বে ময়মনসিংহে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহরের গোলাপজান রোডে একটি বাড়ি পোড়ানোর মামলার বাদী হজরত আলী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলেজ রোড এলাকা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় অপু ও রণির নেতৃত্বে হামলা চালিয়ে হজরত আলীর মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

খবর পেয়ে ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পৌঁছে বাড়ি পোড়ানো মামলার আসামি অপুকে আটক করে ও মামলার বাদী হজরত আলীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যেতে চাইলে যুবলীগ নেতা রনি পাঁচটি মোটরসাইকেলে তার লোকজন নিয়ে পুলিশের গতি রোধ করে অপুকে ছিনিয়ে নেয়।

পরে রনির অনুসারীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মামলার বাদীকে তুলে নিতে ২নং পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। পুলিশ বাধা দিলে সন্ত্রাসীরা ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর করে। এনিয়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ি ইনচার্জ ফারুক হোসেনসহ দু’ পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে শান্ত নামে একজনকে আটক করেছে।

এ ঘটনায় নগরীর কলেজ রোড়, গোলাপজান রোডসহ আশপাশের এলাকায় গ্রেপ্তার ও হামলা আতংকে থমথমে অবস্থা বিরাজ করছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh