• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে শোবার ঘরে ২৭টি গোখরা সাপ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুলাই ২০১৭, ১৮:৪৬

অবিশ্বাস্য হলেও সত্য! রাজশাহী শহরের বুধপাড়ার বাসিন্দা মাজদার আলীর ঘর থেকে একসঙ্গে ২৭টি গোখরা সাপ বেরিয়ে এলো। মঙ্গলবার রাত ১১টায় ওই ঘরে বসে টেলিভিশন দেখছিলেন মাজহার। এমন সময় তিনি লক্ষ্য করেন খাটের নিচ থেকে একটি সাপ বেরিয়ে এসেছে।

দ্রুত সাপটি ড্রেসিং টেবিলের পেছনে চলে যায়। তখন ড্রেসিং টেবিলের পেছনে টর্চ লাইট দিয়ে সেখানে তিনটি সাপ দেখতে পান তিনি।

এ ব্যাপারে মাজহার আলী বলেন, প্রথমে তিনটা সাপ দেখে আমি থতমত খেয়ে যাই। একসঙ্গে এতগুলো সাপ। এরপর আমি সব ভাই ও স্বজনদের ডাকি।

কিন্তু মাজহারের জন্য আরো বিস্ময় অপেক্ষা করছিল খানিক পরেই। পাঁচ ভাই মিলে গর্ত খুঁড়ে শাবল এবং লাঠি দিয়ে সাপগুলো বের করার চেষ্টা করেন। এক পর্যায়ে কক্ষের আসবাবপত্র সরিয়ে আরো গর্ত খোঁড়া শুরু করেন তারা।

মাজহার বলেন, আমরা ঘরের ভেতরে সবগুলো গর্ত খুঁড়তে থাকি। সাপ বের হয়ে আসে আর মারি। এভাবে ২৭ টা সাপ বের হয়ে আসে। সবগুলো সাপই বিষাক্ত গোখরা সাপ। রাত ১১টা থেকে ভোর চারটা পর্যন্ত সাপ মেরেছি।

ওই ঘরের একটি কক্ষে ধান রাখা ছিল। ধান কাটার জন্য সেখানে ইঁদুর গর্ত তৈরি করে। সেসব গর্তে সাপ আসতে পারে বলে ধারণা মাজহারের।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh