• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্স থামিয়ে এমপি বদির সেলফি!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুন ২০১৭, ২৩:১৭

মাথায় রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর এয়ার অ্যাম্বুলেন্স আটকে রেখে সেলফি তুলে সমালোচনার মুখে পড়েছেন উখিয়া-টেকনাফ আসনের এমপি আবদুর রহমান বদি।

গেলো ২৮ জুন রাতে উখিয়ার বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হামিদুল হক। ওদিন রাতে তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এসময় জেলার নেতাকর্মীরা তাকে দেখতে যান।

শুক্রবার অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যেতে বলেন ডাক্তাররা।

কিন্তু অসুস্থ হামিদুল হক চৌধুরীকে অ্যাম্বুলেন্সে তোলা থামিয়ে এমপি বদি তখন সেলফি তোলেন।

তার তোলা ওই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

একজন মুমূর্ষু রোগীকে নিয়ে সেলফি তোলায় অনেকে একে তামাশা ও সস্তা জনপ্রিয়তার অপরাজনীতি বলছেন।

এ নিয়ে স্থানীয় যুবলীগ নেতা আবুল হোসেন আবু তার ফেসবুক পোস্টে এমপি বদির সেলফি পোস্ট দিয়ে লিখেছেন, মৃত্যুপথযাত্রী রোগী নিয়ে এমপি বদির সেলফি...!

হামিদুল হক চৌধুরী বর্তমানে তিনি ঢাকার গ্যাস্ট্রোলিভার (বিআরবি) হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, রক্তক্ষরণজনিত কারণে তাকে ভর্তি করা হয়। পরীক্ষার পর ধরা পড়েছে তিনি দীর্ঘদিন ধরে লিভার জন্ডিস রোগে ভুগছিলেন। এর সঙ্গে তার আরো কয়েকটি রোগ ধরা পড়েছে।

এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মক্কায় ফেরদৌসকে ঘিরে সেলফি তোলার হিড়িক
জিতুর সঙ্গে সেলফি, মিথিলাকে নিয়ে নতুন গুঞ্জন
মুখ লুকিয়ে ভক্তদের সঙ্গে শাহরুখের অশোভন আচরণ (ভিডিও)
X
Fresh