• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে পর্যটকসহ নিখোঁজ ৪

অনলাইন ডেস্ক
  ২৭ জুন ২০১৭, ২৩:১৭

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ঈদ ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে ৩ জন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ১৪ জনকে উদ্ধার করা হয়ছে।

নিখোঁজরা হচ্ছে, টেকনাফ মৌলভী পাড়ার মীর আহমদের পুত্র আনোয়ার সাদেক (১০), আনোয়ারের পুত্র মো. তৈয়ব (১৫) ও পুরাতন পল্লান পাড়ার শাব্বির আহমদের পুত্র মো. আমিন (১২)।

তাদের সবার বাড়ি টেকনাফ সদরে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জালিয়াপাড়া এলাকায় ট্রানজিট জেটির কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কে আর বড়ুয়া জানান, নৌকাডুবির ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেয়া হচ্ছে। আপতত এ ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছে বলে একাধিক সুত্রে জানা যায়। উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সুদীপ্ত দে (১৭) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে । সে ঢাকা রাইফেলস স্কুলের ছাত্র।

সুদীপ্ত রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দে’র ছেলে এবং ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরিবারের সঙ্গে মঙ্গলবার সকালে সুদীপ্ত কক্সবাজারে এসে মোটেল লাবণীতে উঠে। সকালে সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় সে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যায় ছাত্রটি। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh