• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজ বিজিবির জওয়ানকে খুঁজতে তিস্তায় যাচ্ছে হেলিকপ্টার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, লালমনিরহাট

  ২৭ জুন ২০১৭, ১০:২৬

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তিস্তা নদীতে ভারতীয় গরুপাচার প্রতিরোধ করতে গিয়ে সোমবার নিখোঁজ হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক সুমন মিয়া। তাকে খুঁজতে আজ মঙ্গলবার তিস্তায় হেলিকপ্টার পাঠানো হচ্ছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ আরটিভি অনলাইনকে জানান, ভারতীয় তিনটি ও বিজিবির তিনটি স্পিডবোট তিস্তায় বিজিবি সদস্যের সন্ধানে তৎপরতা চালাচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তিস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে।

গোলাম মোর্শেদ আরো জানান, স্থানীয় সাধারণ মানুষে নিখোঁজ বিজিবির সদস্যের সন্ধানে খোঁজাখুঁজি করছে। ঘটনাস্থলে উপস্থিত থেকে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আবুল কালাম আজাদ মনিটরিং করছেন। এছাড়া তিস্তা ব্যারেজ পয়েন্টে অবস্থান করছে রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর মুহিত। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে বিজিবির প্রায় দেড় থেকে দুই শতাধিক সদস্য তিস্তার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিচ্ছেন।

এর আগে সোমবার দিনগত রাত ২টার দিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তিস্তা নদীতে ভারতীয় গরুপাচার প্রতিরোধ করতে গিয়ে নিখোঁজ হন বিজিবির ল্যান্স নায়েক সুমন মিয়া। সুমন মিয়া রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্য। কিন্তু তিনি ১৫ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পে সংযুক্ত আছেন।

এসএস/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh