• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কেমন কাটছে পাহাড়ধসে এতিম মিম-সুমাইয়াদের ঈদ

ইয়াছিন রানা সোহেল, রাঙামাটি

  ২৬ জুন ২০১৭, ১৪:৩০

ঈদের আনন্দ মলিন হয়ে গেছে রাঙামাটির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। স্বজন আর ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে ঈদ করতে হচ্ছে তাদের।

রাঙামাটিতে পাহাড়ধসে মা-বাবা দুজনকেই হারিয়েছে ছয় বছরের মিম এবং দেড় বছরের সুমাইয়া। দু’ বোনের ঠিকানাই এখন আশ্রয়কেন্দ্র।

এই ঈদে তাদের জন্য পরিবার বা অভিভাবকদের পক্ষ থেকে কেনা সম্ভব হয়নি নতুন জামা কাপড় পর্যন্ত।

মীম ও সুমাইয়ার চাচা কাওছার জানান, ঈদ মানে আনন্দ। তবে এবারের ঈদ তাদের কাছে পরিণত হয়েছে বেদনায়।

নেই তাদের মনে কোনো আনন্দ।এখন ছোট এ দু’ শিশুর শেষ আশ্রয়স্থল তার চাচা।

মিম আর সুমাইয়ার মতো অনেকেরই ঠিকানা এখন আশ্রয়কেন্দ্র। সবকিছু হারিয়ে এখন তারা নিঃস্ব।

তবে আশ্রয়কেন্দ্রের সবার মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলাপ্রশাসন।

এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে নতুন জামা কাপড় ও আর্থিক সাহায্য। ব্যবস্থা করা হয়েছে উন্নতমানের খাবারের।

এদিকে, সুনামগঞ্জে হাওরাঞ্চলেও নেই খুশির আমেজ। ফসল হারিয়ে এখন নিঃস্ব সেখানকার মানুষ। এসব নিঃস্ব মানুষের ভাগ্যে জোটেনি ঈদের নতুন জামা-কাপড় পর্যন্ত।

তবে জেলা প্রশাসনের উদ্যোগে হাওরাঞ্চলে দেয়া হচ্ছে চাল-ডালসহ প্রয়োজনীয় পণ্যসামগ্রী। ক্ষতিগ্রস্ত মানুষগুলো নতুন করে আবার ঘুরে দাঁড়াবে এবং তাদের আগামী ঈদগুলো আনন্দে ভরে উঠবে এখন এমন প্রত্যাশাই সবার।

আরকে/এএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh