• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদ নামাজ শেষেই বাবা-ছেলেকে কুপিয়ে জখম

আরটিভি অনলাইন রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

  ২৬ জুন ২০১৭, ১৩:৪৮

চাঁদা না দেয়ায় ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাবা-ছেলেকে কুপিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে প্রথম গেইট এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন সেলিম আহম্মেদ (৬০) ও তার ছেলে তুহিন আহম্মেদ (২৮)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘদিন ধরে শাহবাজপুর দরগা বাড়ির সেলিম আহম্মদের ছেলে বাহরাইন প্রবাসী তুহিন আহম্মেদের কাছে প্রতিবেশী জাহাঙ্গীর ও দানা মিয়া চাঁদা দাবি করে আসছিল। এ নিয়ে রোজার মধ্যে তুহিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে সোমবার সকালে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর ও দানা মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা জানান, হামলার বিষয়ে আমরা এখনো কোনো খবর পাইনি। খবর পেলে ব্যবস্থা নেয়া হবে।

এসএস/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh