• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীর মালিবাগে ঈদ জামায়াত অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ২৫ জুন ২০১৭, ১৭:৩৫

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর মালিবাগে ঈদের নামাজ আদায় করলেন খানকায়ে সুরেশ্বরীর অনুসারীরা।

রোববার সকালে দশটায় ঈদের নামাজ আদায় করেন সুরেশ্বরীর অনুসারীরা। প্রতি বছর তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। সম্প্রীতির বন্ধনে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন তারা।

এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপন করছেন মুসল্লিরা।

ঢাকার বা্ইরে শরীয়তপুর জেলার ৪ উপজেলার ৩০ টি গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বরিশালের ৬০ টি গ্রামে ঈদুল ফিতর পালিত হচ্ছে। ভোলায় ৭ গ্রামে ঈদ হচ্ছে। ৪০ টি গ্রামে ঈদ হচ্ছে চাঁদপুরে। দিনাজপুরের সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, কাহারোল এবং বিরল উপজেলার ঈদুল ফিতর উদযাপন করছে প্রায় ২ হাজার পরিবার।

মাদারীপুরের চারটি উপজেলার ২৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ ঈদ করছেন। পটুয়াখালীর ২২টি গ্রামের ৫ হাজার পরিবার ঈদুল ফিতর উদযাপন করছেন। বরগুনার ১০টি গ্রামেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জামালপুরের সরিষাবাড়ির বলারদিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

যদিও আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে, কাল সোমবার বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh