• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু, বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
  ২৫ জুন ২০১৭, ১৫:০০

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহত নজরুল ইসলামের (২৮) মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯ টার দিকে তিনি নোয়াখালীর এশিয়া হাসপাতালে মারা যান।

এর আগে গেলো বুধবার ছাত্রলীগ নেতা নজরুলকে উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের ডাকাত খোকন ও তার অনুসারীরা হাতুড়িপেটা ও উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেন। এসময় তার ভাই শেখ ফরিদকেও আহত করা হয়।

এদিকে এ হত্যার প্রতিবাদে ও ডাকাত খোকনের গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

স্থানীয়রা জানায়, রামগতির দুর্গম চর আবদুল্লাহর ডাকাত খোকন ও তার অনুসারীরা ছাত্রলীগ নেতা নজরুল ও তার ভাই শেখ ফরিদকে বাড়ি থেকে ডেকে নেয় হাতুড়িপেটা ও কুপিয়ে আহত করে নদীতে ফেলে দেয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালীর এশিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে নজরুলের মৃত্যু হয়।

রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, আমরা নজরুল হত্যার দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি জানাচ্ছি।

রামগতি থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh