• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রস্তুত হচ্ছে শোলাকিয়া, কড়া নিরাপত্তা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, কিশোরগঞ্জ

  ২৪ জুন ২০১৭, ১৮:৪৭

প্রস্তুত করা হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ। ঈদকে সামনে রেখে মাঠের দাগ কাটা, মেহরাব ও দেয়ালে চুনকাম করা, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ ঈদজামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়েছে ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন।

কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ জানান, এ বছর শোলাকিয়া মাঠকে ঘিরে প্রায় ৫০ কোটি টাকার কাজ করা হয়েছে। ঈদুল ফিতরের নামাজ উপলক্ষে মাঠের আশে-পাশে, রাস্তা-ঘাট, অজুখানাসহ সমস্ত কাজ প্রায় শেষের পথে। আশা রাখছি ঈদের আগেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে।

এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, গেলো বছর ঈদের নামাজের আগে পুলিশ চেক পোষ্টে জঙ্গি হামলা হয়েছিল। সে ঘটনা মাথায় রেখে মাঠকে নিরাপত্তার চাদরের ঘিরে রাখা হবে। পাঁচ প্লাটুন বিজিবি, বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা শোলাকিয়া ঈদগাহ মাঠের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।