• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রস্তুত হচ্ছে শোলাকিয়া, কড়া নিরাপত্তা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, কিশোরগঞ্জ

  ২৪ জুন ২০১৭, ১৮:৪৭

প্রস্তুত করা হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ। ঈদকে সামনে রেখে মাঠের দাগ কাটা, মেহরাব ও দেয়ালে চুনকাম করা, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ ঈদজামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়েছে ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন।

কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ জানান, এ বছর শোলাকিয়া মাঠকে ঘিরে প্রায় ৫০ কোটি টাকার কাজ করা হয়েছে। ঈদুল ফিতরের নামাজ উপলক্ষে মাঠের আশে-পাশে, রাস্তা-ঘাট, অজুখানাসহ সমস্ত কাজ প্রায় শেষের পথে। আশা রাখছি ঈদের আগেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে।

এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, গেলো বছর ঈদের নামাজের আগে পুলিশ চেক পোষ্টে জঙ্গি হামলা হয়েছিল। সে ঘটনা মাথায় রেখে মাঠকে নিরাপত্তার চাদরের ঘিরে রাখা হবে। পাঁচ প্লাটুন বিজিবি, বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা শোলাকিয়া ঈদগাহ মাঠের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে নজরদারি করবে। এ ছাড়াও শহরসহ মাঠের প্রবেশ পথগুলোতে থাকছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। নামাজ শুরুর আগে পুরো মাঠ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। শোলাকিয়া মাঠ ও শহরের অলিগলিতে বসানো হবে নিরাপত্তা চৌকি। মাঠে প্রবেশ করতে প্রত্যেক মুসুল্লিকে তল্লাশি করা হবে।

পুলিশ সুপার বলেন, তা ছাড়াও ঈদগাহের আশেপাশে প্রতিটি বাড়িতে তল্লাশি চলছে। নতুন কোনো ভাড়াটিয়াকে বাড়ি ভাড়া না দেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এবার নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই মুসুল্লিরা নামাজ আদায় করবেন।

প্রতি বছরের মতো এবারও শোলাকিয়া ময়দানে ঈদ জামাত শুরু হবে সকাল ১০টায়। জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসউদ।

শোলাকিয়া মাঠের রেওয়াজ অনুযায়ী, জামাত শুরুর আগে শটগানের ৬টি ফাঁকা গুলি ছোড়া হবে। জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি এবং ১ মিনিট আগে ১টি গুলি ছুড়ে নামাজের জন্য মুসল্লিদের সঙ্কেত দেয়া হবে।

জনশ্রুতি আছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি এক সাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত
ঢাকা রেলওয়ে স্টেশনে ঈদ জামাত অনুষ্ঠিত
ঈদ জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া
ঈদ জামাতের জন্য ২টি স্পেশাল ট্রেন
X
Fresh