• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পদ্মায় পানি বেড়েছে আরো ৮ সেন্টিমিটার

অনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট ২০১৬, ১৫:৫৬

গেল চব্বিশ ঘণ্টায় রাজশাহীতে পদ্মায় পানি বেড়েছে আরো আট সেন্টিমিটার। আশঙ্কা করা হচ্ছে, রোববার সন্ধ্যার মধ্যেই পানি বিপদসীমা (১৮ দশমিক ৫০ মিটার) স্পর্শ করবে।

এদিকে, নগরীর শ্রীরামপুর ট্রি-বাঁধের পশ্চিমপাশে শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এসএম আলী মর্ত্তুজা জানান, ফাটল ধরা শহর রক্ষা বাঁচাতে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে।

তিনি জানান, শনিবার পানির উচ্চতা ছিলো ১৮ দশমিক ৩৮ সেন্টিমিটার। রোববার সকালে পানির উচ্চতা বেড়ে হয় ১৮ দশমিক ৪৬ মিটার। তবে যমুনার পানি কম থাকায় এই পানি দ্রুত নেমে যাবে বলেও তিনি আশা করেন।

এদিকে ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় পদ্মার পানিতে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের তিনটি চর এলাকা, গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের অন্তত ৬০ ভাগ, বাঘার চক রাজাপুর ইউনিয়নের পুরো এলাকা বন্যার পানিতে ডুবে গেছে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেন, পর্যাপ্ত ত্রাণ রয়েছে। যে কোন ধরনের দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh