• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যেভাবে উদ্ধার হলো আমেরিকান নাগরিকের ছিনতাইকৃত মালামাল

জয়নুল আবেদীন, চট্টগ্রাম

  ২৩ জুন ২০১৭, ১৭:৪২

আমরিকান নাগরিক ডানা হাডসন মেকলেইনের মালামাল ছিনতাইকারী নাগর পণ্ডিতকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে আমরিকান নাগরিকের ছিনতাইকৃত ল্যাপটপ, আইপড ও সি রাইডার।

আটক করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজিটিও।

ছিনতাইকারী নাগর পন্ডিত ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমান গঞ্জ কালু পন্ডিতের বাড়ির আব্দুস ছালামের ছেলে।

বুধবার রাত সাড়ে ৯টার সময় নগরীর জাকির হোসেন রোডে গাড়ির জন্য অপেক্ষায় থাকা আমরিকান নাগরিকের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যায় সিএনজিতে থাকা ছিনতাইকারী নাগর পন্ডিতসহ তার আরেক সহযোগী।

ভ্যানিটি ব্যাগে তার ব্যবহৃত ল্যাপটপ, আ্ইপড, ই-রাইডার, নোকিয়া ফোন, ৭ হাজার টাকা ও ড্রাইভিং লাইসেন্স ছিল।

আমরিকান নাগরিক ডানা হাডসন মেকলেইন চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক।

বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কার্যালয়ে এ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানান, আমরিকান নাগরিকের মালামাল ছিনতাইয়ের খবর পেয়ে আমরা ছিনতাই সংগঠিত এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করি।

ফুটেজে সিএনজিটিকে সনাক্ত করা হয়। পরে ২ জুন দীর্ঘ ৯ ঘন্টার সাঁড়াশি অভিযানে রাত সাড়ে ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকা থেকে নাগর পন্ডিতকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইকৃত মালামাল উদ্ধারের পাশাপাশি ও ছিনতাই কাজে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজিটিকে আটক করা হয়।

তবে ছিনতাই কাজে নাগরের সহযোগীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ছিনতাইকারী নাগর পন্ডিতের কাছ থেকে উদ্ধার করা হয় দৈনিক সংবাদ মোহনা নামে একটি ডিজিটাল প্লাস্টিক আইডি কার্ড।

নাগর পন্ডিত সাংবাদিকের নাম ব্যবহার করেই নম্বরবিহীন এই সিএনজিটি দীর্ঘদিন ধরে নগরীতে চালনা করে আসছিল।

উপস্থিত সাংবাদিকদের সামনে আমরিকান নাগরিক ডানা হাডসন মেকলেইন তার ছিনতাইকৃত মালামাল ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

একইসঙ্গে তিনি বলেন, এ দেশে দেশি-বিদেশি সবাই নিরাপদ। এ ধরণের অপ্রীতিকর ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে হয়ে থাকে।

এদিকে, নগর গোয়েন্দা পুলিশের পৃথক দু'টি অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী গ্রুপের ৫ সদস্যকে নগরীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh