• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে পানিবন্দি ১০ লাখ মানুষ (ভিডিও)

শাহাদাৎ স্বপন, নারায়ণগঞ্জ

  ২১ জুন ২০১৭, ১৪:১১

নারায়ণগঞ্জের কাঁচপুর ও ডিএনডি এলাকায় বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

যার পেছনে রয়েছে, ভুমি দখল, অপরিকল্পিত মৎস্য চাষ ও খাল দখল।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষার মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হলেও, পানি নিস্কাশনে স্থায়ী কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

ঘরের ভেতর প্রায় হাঁটু পানি, সেখানেই বসে ঘটিবাটি দিয়ে পানি সেচছিলেন বাড়ির গৃহকর্তী। জানালেন নিজেদের সমস্যার কথা।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ডিএনডি এলাকার মানুষ বর্ষা আসলেই আতংকে থাকেন।

তাদের অভিযোগ, কিছু দুর্বৃত্তের খাল দখল করে মাছের খামার তৈরি আর সরকারের উদাসীনতাই জলাবদ্ধতার মূল কারণ।

এ বিষয়ে জানতে চাইলে শিমরাইল ডিএনডি সেচ পাম্প উপ সহকারী প্রকৌশলী রামপ্রসাদ বাছার আরটিভি অনলাইনকে বলেন, সেচ পাম্পের অভাব আর অন্যান্য অসুবিধার কারণে সমস্যার সমাধান করতে পারছেন না তারা।

তিনি বলেন, বিষয়টি আমলে নিয়ে অচিরেই জলাবদ্ধতা নিরসনে কাজে নামবে প্রশাসন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh