• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢালাইয়ের পরপরই ধসে পড়লো সেতু

আরটিভি অনলাইন রিপোর্ট, মানিকগঞ্জ

  ২১ জুন ২০১৭, ১৩:০০

মানিকগঞ্জে সদর উপজেলায় ঢালাইয়ের পরপরই দুমরে মুচড়ে ধসে পড়েছে ৬০ ফুট দীর্ঘ সেতুর একটি অংশ।

রোববার দুপুরে গড়পাড়া ইউনিয়নের পাঞ্জন-খাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, রোববার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় বাংলাদেশ হাটের অদূরে পাঞ্জন খানা এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন সেতুর স্ল্যাব ঢালাই চলছিল। দুপুরের দিকে সেতুর ঢালাই কাজ শেষ হবার পর আকস্মিকভাবে এটি ভেঙে যায়।

ঢালাইয়ে বাঁশ ও দুর্বল সামগ্রী ব্যবহার করায় এ ধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প হিসেবে ৫৭ লাখ টাকা ব্যয়ে এ সেতুর নির্মাণকাজটি হচ্ছে। মেসার্স জেজে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন এই কাজ করছে।

এ বিষয়ে ঠিকাদার আফসার উদ্দিন সরকার জানান, সেতুটি নির্মাণাধীন। বৃষ্টির কারণে ও বাঁশের ঠেকনা পিছলে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। এতে আমাদের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এটি নিতান্তই একটি দুর্ঘটনা। এখানে কোনো দুর্বল সামগ্রী ব্যবহার করা হয়নি।

মানিকগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া বেগম শিল্পীর দাবি, ঢালাইয়ের সাপোর্টিং বাঁশ দুর্বল থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এ ঘটনায় সদর উপজেলা প্রকৌশলীকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh