• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, বগুড়া

  ২০ জুন ২০১৭, ১৫:২৪

বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার একটি বাসায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে আর্মড পুলিশ সদস্যরা। পরে সেখানে অভিযান চালিয়ে ২ অস্ত্র তৈরির কারিগরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ভোরে বগুড়ার ৪র্থ আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন) এর টিম এ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ৮টি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ৩ রাউন্ড শটগানের কার্তুজ এবং কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে শাজাহজানপুর উপজেলার শাকপালা এলাকার শরিফ উদ্দিনের ছেলে সাজু মিয়া (৩৬) এবং শাজাহান আলীর ছেলে সুলতান মিয়া (১৮)।

৪ এপিবিএন’র সহকারি পুলিশ সুপার (এএসপি) ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাকপালার শাজাহান আলীর বাসায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়। সেসময় সেখান থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুপুরে অস্ত্র আইনে মামলা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh