• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঝুঁকিতে হবিগঞ্জ শহর, বাঁধ রক্ষায় শ’ শ’ মানুষ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, হবিগঞ্জ

  ২০ জুন ২০১৭, ০৯:৪১
ফাইল ছবি

হবিগঞ্জে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিকভাবে বাড়ছে খোয়াই নদীর পানি। মঙ্গলবার সকালে নদীর বাঁধের মাছুলিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বাঁধের ঝুঁকিপূর্ণ অনেক দুর্বল স্থানে নিজেদের উদ্যোগেই বালুর বস্তা ফেলে বাঁধরক্ষার চেষ্টা করছেন শতশত মানুষ।

সোমবার সারারাত শহরের বিভিন্ন মসজিদে মাইকিং করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, আগে থেকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হয়েছে। শহরের ৩/৪টি স্থানে বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

তিনি আরো জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদীর বাঁধ ঘুরে দেখছেন। যেখানে ত্রুটি বা ভাঙনের আশংকা রয়েছে, সেখানে বালুর বস্তা ফেলা হচ্ছে। এছাড়া যেকোনো ঝুঁকি মোকাবেলা করতে ১০ হাজার বস্তা বালু প্রস্তুত রাখা হয়েছে।

খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে। এ নদীটি জেলার চুনারুঘাট, বাহুবল, সদর, বানিয়াচং ও লাখাই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে।

রোববার দুপুর থেকে জেলায় প্রবল বর্ষণ হয়। বর্ষণের ফলে রোববার মধ্যরাতের পর থেকে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে। সোমবার সকালে পানি বিপদসীমা অতিক্রম করে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh