• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শপিং মলগুলোতে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ জুন ২০১৭, ২০:৪৯

ঈদকে সামনে রেখে জমে উঠেছে নড়াইল ও পাবনার শপিং মলগুলো। পছন্দের পোশাক কিনতে নানা বয়সের ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। দামেও সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতা সবাই। জেলার সবকটি মার্কেটই এখন জমজমাট।

নতুন নামের কোন পোশাক না আসায় মেয়েরা গেলো বছরের কিরণ মালা, ফ্লোরটাচের পাশাপাশি দেশি বিদেশি থ্রিপিস-টুপিস এবং বেনারসি, টাঙ্গাইল, সিল্কসহ মানানসই বিভিন্ন প্রকার শাড়ী আকৃষ্ট করছে ক্রেতাদের। আর ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি, টি সার্ট, জিনস প্যান্টসহ বিভিন্ন প্রকার দেশি-বিদেশি পোশাক।

এদিকে শেষ মুহূর্তে কিশোরগঞ্জের হোসেন-পুরে শাড়ি ও থ্রি পিসে দিন-রাত কারচুপির কাজে ব্যস্ত কয়েকশ’ নারী-পুরুষ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাবেচা চলছে পাবনা শহরের মার্কেটগুলোতেও। নিম্ন আয়ের মানুষেরা সাধ্যের মধ্যে পছন্দের কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন হকার্স মার্কেটসহ ফুটপাতের দোকাগুলোতে।

তবে ঈদ সামনে রেখে শাড়ী ও থ্রি পিসে কারচুপির কাজ নিয়েই বেশি ব্যস্ত কিশোরগঞ্জের হোসেন-পুরের বিভিন্ন গ্রামের ৮ শ’র বেশি নারী-পুরুষ।

তারা জানান, এখানকার কাপড়ের মান ভালো এবং দামও কম। তবে ভারত থেকে চোরাই পথে কাপড় আসায় আগের চেয়ে চাহিদা কমে গেছে।

এখন সংশ্লিষ্টদের দাবি ক্ষুদ্র এই কুটির শিল্প টিকিয়ে রাখতে চোরাই পথে আমদানি বন্ধসহ অধিক পরিমাণে ঋণ সহায়তা প্রদান।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh