• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৯ জুন ২০১৭, ২০:৪৫

চট্টগ্রাম মহানগরীর তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৭ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে অননুমোদিতভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার, নোংরা পরিবেশে লাচ্ছাসেমাই উৎপাদন ও অনুমোদন ছাড়া খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘আমান ফুড’কে নোংরা পরিবেশে লাচ্ছাসেমাই, খাদ্যসামগ্রী ও অনুমোদনহীনভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার করায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই’র অনুমোদন ছাড়া কাপ দই ও বেলা বিস্কুট উৎপাদনের দায়ে ‘ডায়মন্ড ব্রান্ড’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অনুমোদনহীন বিএসটিআই’র লোগো ব্যবহার করায় ‘স্বপ্ন সুপার সপ’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার-এএসপি মিমতানুর রহমান আরটিভি অনলাইনকে এসব কথা জানান।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh