• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি

আরটিভি অনলাইন রিপোর্ট, হবিগঞ্জ

  ১৯ জুন ২০১৭, ২০:৩৯

অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে হবিগঞ্জ খোয়াই নদীর পানি বিপদসীমার এক মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়দের সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

এলাকাবাসীদের আশ্বস্ত করে পানি উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে নদীর ত্রুটিপূর্ণ বাঁধের জন্য তাৎক্ষণিকভাবে ১০ হাজার বস্তা বালু প্রস্তুত রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, ভারতের বাল্লা সীমান্তে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি হবিগঞ্জ শহরের খোয়াই নদীর পানি বিপদসীমার এক মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতিবেগ বেশি হওয়ায় পানি আরো ওপরে উঠতে পারে।

তিনি আরো জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদীর বাঁধ ঘুরে দেখছেন। যেখানে ত্রুটি বা ভাঙনের আশংকা রয়েছে, সেখানে বালুর বস্তা ফেলে দেয়া হচ্ছে। এছাড়া যেকোনো ঝুঁকি মোকাবেলা করতে ১০ হাজার বস্তা বালু প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার বিকেলে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক থাকতে মাইকিং করা হয়।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh