• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় আ. লীগের দু'গ্রুপে সংঘর্ষ, নিহত ১

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ১৮ জুন ২০১৭, ২০:৪৮

কুষ্টিয়ার মিরপুরের আমলায় উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সমর্থিত আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে শাহাবুদ্দিন আহমেদ শাহিন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।

উপজেলার আমলা বাজারে এ সংঘর্ষের সময় বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটে।

এলাকাবাসীরা জানান, রোববার বিকেলে আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথার সমার্থকরা অধিপত্য বিস্তারে স্থানীয় যুবলীগ অফিস হামলা চালিয়ে ভাংচুর করে।

এ সময় দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়ে যায়।

এ সময় বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটে।

এতে ৭ জন গুরুতর আহত হন। আহত শাহিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত শাহিন আমলা এলাকার শাজাহানের ছেলে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh