• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চুয়াডাঙ্গায় পুড়িয়ে হত্যা

আরটিভি অনলাইন রিপোর্ট, চুয়াডাঙ্গা

  ১৮ জুন ২০১৭, ২০:১৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রাগপুরে ফারুক হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে আপন চাচাতো ভাইয়েরা তাকে হত্যা করেছে বলে দাবি স্থানীয়দের।

জানা গেছে, উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের চায়েন পিরেনির ছেলে ফারুক হোসেন। দুপুরে তার চাচা মোতালেব আলীর ছেলে আব্দুল মজিদ ও রেজাউল এবং ইজাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম তাদের বাড়ির একটি কক্ষে ফারুককে বেঁধে রেখে নির্যাতন করে।

তারা কক্ষটি তালাবদ্ধ করে দিয়ে বাইরে থেকে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। বিষয়টি থানায় জানানো হলে কক্ষের ভিতর থেকে আগুনে পোড়া লাশ উদ্ধার করে পুলিশ।

তবে তার চাচা মোতালেব আলীর পরিবারের দাবি, ফারুক বুদ্ধি প্রতিবন্ধী। সে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে।

নির্মম হত্যাকাণ্ডের শিকার ফারুক হোসেনের বাবা জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদনেই বেরিয়ে আসবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh