• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অস্থির চালের বাজার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুন ২০১৭, ১৯:৫২

অস্থির হয়ে উঠেছে শস্যভাণ্ডার খ্যাত জয়পুরহাট ও নওগাঁর চালের বাজার। খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বাড়তি দুই থেকে তিন টাকা।

মাত্র ক'সপ্তাহের ব্যবধানে নওগাঁর বাজারে মনপ্রতি বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে একশ’ থেকে দেড়শ’ টাকা। এতে অস্থির হয়ে পড়ে জেলার চালের বাজার।

দু’সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা। এছাড়া প্রতিকেজি নাজির শাল ৫৬ টাকা, জিরাশাল ৫২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আবার হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ।

এদিকে ক্রেতা ও খুচরো ব্যবসায়ীরা দাম বাড়ানোর জন্য বড় ব্যবসায়ীদের মুনাফা লাভের কৌশলকে দায়ি করেছেন।

অন্যদিকে, জয়পুরহাটের বাজারে সরবরাহ কমে যাওয়ায় অস্থির হয়ে উঠেছে চালের বাজার। মাত্র কয়েক দিনের ব্যবধানে পাইকারি বাজারে বিভিন্ন ধরনের চাল ৫০ কেজিতে বেড়েছে দেড় থেকে দুশ’ টাকা। এর প্রভাব পড়েছে চালের খুচরা বাজারেও।

তবে সেক্ষেত্রে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা চালের দাম বাড়ার পেছনে মিল মালিকদের দায়ি করলেন।

এদিকে মিল মালিকরা বলছেন, মাঠ পর্যায়ে ধানের দাম বেশি হওয়ার পাশাপাশি সরবরাহ কম থাকা এবং অধিকাংশ চালকল বন্ধ থাকায় চালের দাম বেড়েছে।

তবে চালের বাজার স্থিতিশীল রাখতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh