• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আহত ফখরুল আশ্রয় নিলেন মসজিদে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুন ২০১৭, ১৩:০৭

পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ দিতে যাবার পথে হামলায় আহত হলেন বিএনপি মহাসচিব। এসময় তিনি গাড়ি থেকে নেমে স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেন। জানালেন খালেদা জিয়ার গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।

রোববার সকাল ১০টায় ত্রাণ নিয়ে পার্বত্য এলাকায় যাবার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঈসাখালীতে হামলার মুখে পড়ে মির্জা ফখরুলের গাড়ি বহর। এসময় তিনিসহ দলের ৫ সিনিয়র নেতা আহত হন।

তারা হলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, বিএনপি নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেক অব. রুহুল আমিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ঘাড়ে ও পিঠে আঘাত পেয়েছেন। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর হাত কেটে যায় হামলায়।

শায়রুল কবির বলেন, হঠাৎ ২০-৩০ জনের অতর্কিত হামলায় আতংকিত মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী স্থানীয় মসজিদে ঢুকে পড়েন। এছাড়া দলের অন্য নেতাকর্মীরা পাশের একটি এতিমখানায় আশ্রয় নেন।

হামলায় মির্জা ফখরুলদের বহনকারী ৩টি গাড়ি ভাঙচুর করা হয়।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh