• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার জট

আরটিভি অনলাইন রিপোর্ট, টাঙ্গাইল

  ১৭ জুন ২০১৭, ১১:২৮

গাজীপুরে ২০ কিলোমিটার যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।

শনিবার ভোরে শুরু হওয়া এ যানজট ক্রমেই বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী।

সালনা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, কালিয়াকৈরের বংশাই ব্রিজে গভীর রাত পর্যন্ত মেরামতের কাজ চলে। ফলে ওই এলাকায় সব যানবাহন এক লেনে চলার কারণে এ যানজটের সৃষ্টি হয়। তবে কোথাও গাড়ি একেবারে দীর্ঘক্ষণ থেমে নেই।

এ পরিস্থিতি দ্রুত উন্নত হবে বলেও জানান তিনি।

যানজটে আটকে পড়া যাত্রীরা জানান, প্রায় সময়ই এ রোডে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। রাস্তা থেকে বিভিন্ন যানবাহন মহাসড়কে উঠতে ও নামতে থাকায় এ যানজটের সৃষ্টি হচ্ছে। এ যানজটের ফলে অফিসগামী যাত্রীদের সব থেকে বেশী ভোগান্তি হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh