• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে ফের জলাবদ্ধতা, পাহাড় ধসের শঙ্কা

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৬ জুন ২০১৭, ১৫:৫৩

ফের বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রামের আগ্রাবাদ, এক্সেস রোড, সিডিএ আবাসিক ও মহুরীপাড়া এলাকায়।

বৃহস্পতিবার রাত থেকে চলা বৃষ্টিতে এসব এলাকায় পানি উঠার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। তবে বৃষ্টির পরিমাণ কমায় পানি কিছুটা কমতে শুরু করেছে।

এদিকে, চট্টগ্রাম নগরীর মহেশখালের অস্থায়ী বাদ পুরোপুরি অপসারণ করতে আরো ৪-৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তারা।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস সহকারী শ্রীকান্ত কুমার বশাক আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার ১২ টা পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে ১০৩ মিলিমিটার।

তিনি জানান, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগের কোনো কোনো এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এর ফলে চট্টগ্রামের পাহাড়ে ধসের শঙ্কা রয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh