• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

  ১৬ জুন ২০১৭, ১৫:৩৭

গোপালগঞ্জ শহরে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ (শুক্রবার) সকাল সাড়ে ১১ টার দিকে থানাপাড়া নিবাসী ব্যবসায়ী হায়দার আলী মুন্সীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন বাড়িওয়ালার শ্যালক রাজমিস্ত্রী সুমন মোল্লা (৩৫)। তার বাড়ি সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামে।

অন্য দু’জন শহর-সংলগ্ন আড়পাড়া গ্রামের হারেস মিয়ার ছেলে নূর ইসলাম (২০) ও আসাদ মুন্সীর ছেলে জাহিদুর মুন্সী (১৫)।

সেখানে কর্মরত অন্য শ্রমিকরা জানান, সেপটিক ট্যাংকের মধ্যে প্রায় দু’ফুট পানি ও আবর্জনা ছিল। সেগুলি পরিষ্কার করতেই তারা লোহার সিঁড়ি বেয়ে ওই ট্যাংকের মধ্যে এক এক করে নামেন। কিন্তু কিছুক্ষণ পর তারা কেউ উঠে না এলে বিষয়টি সবার নজরে আসে। এরপর তাদেরকে ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয় লোকজন দ্রুত থানায় খবর দেন।

পরে পুলিশ ও ফায়ার-সার্ভিসের দল এসে সেপটিক ট্যাংকের মুখ কেটে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল পাঠায়।

ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামুল হুদা জানান, দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকায় ভেতরে অক্সিজেন ছিল না। সেখানে বিষাক্ত গ্যাস জন্মেছিল। ধারণা করা হচ্ছে, শ্রমিকরা ভেতরে গিয়ে অক্সিজেন না পেয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং পানিতে পড়ে গিয়ে শ্বাসরোধ হয়ে মারা যান।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh