• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রংপুর মেডিক্যালে গরমে এক মাসে মারা গেছেন অগ্নিদগ্ধ ৭ রোগী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুন ২০১৭, ১২:৪৪

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে দীর্ঘদিন ধরে বিকল ৮টি শীতাতপ যন্ত্র ও অধিকাংশ সিলিং ফ্যান।

এ অবস্থায় প্রচণ্ড তাপদাহে দারুণভাবে ব্যহত হচ্ছে দগ্ধ রোগীদের চিকিৎসা সেবা।

গেলো এক মাসে প্রচণ্ড গরমে ইনফেকশনজনিত কারণে মারা গেছেন অগ্নিদগ্ধ ৭ রোগী।

রংপুর বিভাগে দগ্ধ রোগীদের চিকিৎসা সেবার একমাত্র ভরসা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ।

কিন্তু গেলো এক মাসে একে একে বিকল হয়ে যায় বার্ন ইউনিটের ৮টি শীততাপ যন্ত্র। এছাড়া নষ্ট বিভাগের সবগুলো ফ্যান।

বিশেষজ্ঞদের মতে, দগ্ধ রোগীদের প্রধান চিকিৎসা ঠাণ্ডা বাতাস। কিন্তু এ অবস্থায় চারদিক থেকে ঘেরা থাকা ইউনিটে ঠাণ্ডা বাতাস পাচ্ছেন না রোগীরা। প্রচণ্ড তাপদাহে উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

শীতাতপ যন্ত্র ও ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে ক্ষত স্থানের ইনফেকশনে গেল এক মাসে মারা গেছেন ৭ জন অগ্নিদগ্ধ রোগী।

বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের রেজিস্টার ডা. আজমল হোসেন এসি ও ফ্যান দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh