• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতেই মৃতের সংখ্যা ৮৮

আরটিভি অনলাইন রিপোর্ট, রাঙামাটি

  ১৩ জুন ২০১৭, ২২:৪৬

টানা বৃষ্টিতে পাহাড় ধসে রাঙামাটিতে সেনাসদস্যসহ মারা গেছেন ৮৮ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন জায়াগা থেকে রাঙামাটি সদর হাসপাতালে ৯ জনের মৃতদেহ আনা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মরদেহের সংখ্যাও বাড়তে থাকে। রাত ১০টার মধ্যেই মৃতের সংখ্যা ৮৮-তে পৌঁছে।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

মানজারুল মান্নান জানান, বেশির ভাগ মরদেহ শনাক্ত করা গেছে। যে মরদেহগুলো শনাক্ত করা গেছে, সেগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যে মরদেহগুলো শনাক্ত করা যায়নি, সেগুলো রাঙামাটি সদর হাপাতালে রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন জায়গায় পাহাড় ধসে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। আকাশ এখনো মেঘাচ্ছন্ন রয়েছে। রাঙামাটি শহরের বেশির ভাগ এলাকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এখনো।

শহরের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রামের হাটহাজারী থেকে বাড়তি ইউনিট উদ্ধার কাজে যোগ দিতে আসছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh