• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাহাড় ধসে ৩ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুন ২০১৭, ১২:২৫

টানা বৃষ্টিতে রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে পাহাড় ধসে ২৮ জন নিহত হয়েছেন।

রাঙামাটি : রাঙামাটির বেদভেদি এলাকায় সোমবার রাতে পাহাড় ধসে ১৪ জন মারা গেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। রাঙামাটি প্রতিনিধি জানান এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

শহরের যুব উন্নয়ন, ভেদভেদী, শিমুলতলি, রাঙাপানিসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। এরা হলেন
নুরি আক্তার, রুমা আক্তার, জোহরা বেগম, সোনালি চাকমা, অমিত চাকমা, আয়ুস মল্লিক, লিটন মল্লিক, চুমকি দাস।

সোমবার থেকে রাঙামাটিতে টানা বর্ষণ শুরু হয়। এতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। ধসে পড়া মাটির নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বৃষ্টি কারণে উদ্ধার কাজ চালাতে তাদের বেগ পেতে হচ্ছে।

রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মুহম্মদ রশীদ জানিয়েছেন, এটা একটা ভয়াবহ মানবিক বিপর্যয়। মৃতের সংখ্যা আরো অনেক বাড়বে। অনেক স্থানেই এখনো মানুষ মাটি চাপা পড়ে আছে।


চট্টগ্রাম : অপরদিকে ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম জেলার চন্দনাইশ এবং রাঙ্গুনিয়া উপজেলায় এলাকায় আলাদা ঘটনায় পাহাড় ধসে দুই শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন।

মঙ্গলবার ভোরে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চনবুনিয়া নামে আধিবাসী এলাকায় এবং রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ও রাজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া আরটিভি অনলাইনকে জানান, প্রবল ভারী বর্ষণের ফলে চন্দনাইশের আধিবাসী এলাকায় ধোপাছড়ির চনবুনিয়া গ্রামে পাহাড় ধসে ৮ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাহি আক্তার (৩), মোখাও খেয়ং (৫০), মে মো খেং (১৩) ও খেও খেং (১০)।

ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের অফিসার রনজিৎ দত্ত আরটিভি অনলাইনকে জানান, খবর শুনে পটিয়া স্টেশন থেকে উদ্ধার কর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আধিবাসী এলাকা বলে সেখানে যেতে অনেক বেগ পেতে হচ্ছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামাল হোসেন আরটিভি অনলাইনকে জানান, ভারী বর্ষণের ফলে উপজেলার ইসলামপুর ও রাজানগর এলাকায় পাহাড় ধসে পড়ে। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বান্দরবান : বান্দরবানের বিভিন্ন স্থানেও পাহাড় ধসে ৩ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
নিহতরা হলেন শহরের লেমু ঝিড়ি জেলেপাড়া এলাকার কামরুন্নাহার বেগম (৪০), তার মেয়ে সুখিয়া বেগম (৮), কালাঘাটা এলাকার রেবা ত্রিপুরা (২২), লেমু ঝিড়ি আগাপাড়া এলাকার শুভ বড়ুয়া (৮), মিতু বড়ুয়া (৬) ও লতা বড়ুয়া (৫)।

ভোরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের সহকারি স্টেশন কর্মকর্তা স্বপন কুমার ঘোষ জানান, দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। বৃষ্টির কারণে মাটি নরম হওয়ায় পাহাড় ধসের ঘটনা ঘটছে।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh