• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিদেশি জুতায় সয়লাব দেশের বাজার (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ জুন ২০১৭, ১৭:৪৭

ঈদ সমানে রেখে ব্যস্ত সময় পার করছেন বন্দরনগরী চট্টগ্রামের জুতা কারখানার মালিক ও শ্রমিকরা।

চাহিদার যোগান দিতে অবিরাম কাজ করছেন তারা।

সারা বছর তেমন ব্যস্ততা না থাকলেও ঈদ সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে চট্টগ্রামের হাতে তৈরি জুতার কারখানাগুলো। সেখানে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

তবে ন্যায্য মজুরি না পেয়ে ক্ষোভ জানিয়েছেন শ্রমিকরা।

এদিকে মালিকরা বলছেন, ভারত ও চীনের তৈরি জুতায় দেশের বাজার সয়লাব হয়ে যাওয়ায় হাতে তৈরি জুতার চাহিদা দিন দিন কমছে এবং অর্থাভাবে বন্ধ করতে হচ্ছে অনেক কারখানা।।

আর তাই ইচ্ছা থাকার পরও বেশি মজুরি দেয়া সম্ভব হচ্ছে না।

সংশ্লিষ্টদের মতে, কম সুদে ব্যাংক ঋণ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে জুতা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh