• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় বেড়ে গেছে অ্যানথ্রাক্সের প্রকোপ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুন ২০১৭, ১৭:৩৯

পাবনায় হঠাৎ দেখা দিয়েছে অ্যানথ্রাক্সের প্রকোপ। গেল তিন দিনে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। পাবনার ফরিদপুর উপজেলার আগ-জন্তিহার গ্রামে একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, সেটি জবাই করা হয়।

জবাই এবং কাটাকাটিতে যারা অংশ নেন, দু’দিন পর থেকে তাঁদের শরীরে জ্বর এবং হাতে-পায়ে ক্ষতের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার পর্যন্ত এরকম মোট ১২ জন স্থানীয় হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে আছেন কয়েকজন নারী ও শিশু।

পাবনা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইকরামুন্নাহার শেলী জানান, গরুর মাংস খাওয়ার পর এরা আক্রান্ত হয়েছেন।

তবে অসুস্থ রোগীরা অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকেরা।

পাবনার ফরিদপুর উপজেলার ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: কামরুজ্জামান জানান, অ্যানথ্রাক্স প্রতিরোধে আক্রান্ত এলাকায় টিকা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে করনীয় ঠিক করতে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল আক্রান্ত এলাকা পরিদর্শন করে।

আরকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh