• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তালাবদ্ধ দোকানের আগুনে শিশুর মৃত্যু

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ জুন ২০১৭, ১১:৩২

কুমিল্লায় তালাবদ্ধ দোকানে আগুনের ঘটনায় আটকা পড়ে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে জেলার বুড়িচং উপজেলার কংশনগর কাপড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় একটি দোকানে আগুনে পুড়ে নাজমুল হোসেন খোকন (১২) নামে শিশু দোকান কর্মচারির মৃত্যু হয়।

নিহত খোকন ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ওই বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের কাপড়ের দোকান থেকে রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে চার ঘণ্টা চেষ্টার পর শনিবার ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে হার্ডওয়ার, জুয়েলারি ও কাপড় দোকানসহ ব্যবসায়ীদের অন্তত ৩০কোটি টাকার মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ব্যবসায়ী আলী আহাম্মদের দোকান কর্মচারি নাজমুল তালাবন্ধ দোকানে আটকা পড়ায় বের হতে পারেনি।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার জানান, কয়েলের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh