• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে সার কারখানায় বিস্ফোরণ

পরিস্থিতি নিয়ন্ত্রণে, ভেতরে পানি ছিটানো হচ্ছে

অনলাইন ডেস্ক
  ২৩ আগস্ট ২০১৬, ১৪:১৪

চট্টগ্রামের আনোয়ারায় সার কারখানা থেকে ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাস এখন নিয়ন্ত্রণে। বর্তমানে কারখানার ভেতরে পানি ছিটানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

এদিকে, বিসিআইসি ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। গ্যাসের তীব্রতায় অসুস্থদের মধ্যে ১৭ জন হাসপাতাল ছাড়েন। বাকি ৩৯ জনের অবস্থা উন্নতির দিকে। তবে এ ঘটনায় আতঙ্কিত না হতে পরামর্শ দেন সিভিল সার্জন।

গেল রাতে ডাই অ্যামোনিয়াম ফসফেট ড্যাপ-১ সার কারখানার একটি প্ল্যান্ট ছিদ্র হয়। এতে বাতাসে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। আনোয়ারা ও এর পাশের এলাকার অর্ধশতাধিক মানুষ অসুস্থ হন। দুর্ঘটনার পরই অসুস্থ ৫৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে অসুস্থ ৫০

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh