• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঘূর্ণিঝড় মোরায় শিশুসহ ৬ জনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৭, ১৪:৪৭

মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরার তাণ্ডবে শিশুসহ এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাঙামাটি ২ কক্সবাজারে ৩ ও ভোলায় ১ জন মারা গেছে। এছাড়া ১২ জন আহত হবারও খবর পাওয়া গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোরার প্রচণ্ড তুফানে রাঙামাটি শহরে গাছ ভেঙ্গে পড়ে দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মাহিমা আকতার (১৪) ও হাজেরা বেগম (৪৫)।

কক্সবাজার জেলা প্রশাসকের অফিস সহকারি শরীফ আহমেদ আরটিভি অনলাইনকে বলেন, এ জেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ল্ড ভিশন আশ্রয়কেন্দ্রে ঘূর্ণিঝড়ের আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া নিয়েছে জেলা প্রশাসক।

অন্যদিকে কক্সবাজারের চকরিয়ায় গাছচাপায় দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন সায়রা খাতুন (৬৫) ও রহমত উল্লাহ(৫০)। সায়রা খাতুন চকরিয়ার সিকদার পাড়া এলাকার নুরুল আলমের স্ত্রী। রহমত উল্লাহ ধোলা হাজারা এলাকার বাসিন্দা।

এছাড়া মনপুরা উপজেলার কলাতলির চর থেকে ভোরে আশ্রয়কেন্দ্রে যাবার সময় মায়ের কোল থেকে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মো. সালাউদ্দিনের এক বছরের ছেলে মো. রাশেদ। জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আর/সি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh