• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লণ্ডভণ্ড উপকূল, বাড়ছে জোয়ারের উচ্চতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৭, ০৮:৫৫

ঘূর্ণিঝড় 'মোরায়' মহেশখালী লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাড়ছে বাতাসের গতিবেগ ও জোয়ারের উচ্চতা। এছাড়া প্রচণ্ড বগে বাতাস বইছে মহেশখালী দ্বীপে। বিভিন্ন সড়কে গাছ পড়ে ও চলমান গাড়ি বিকল হয়ে সড়ক বন্ধ হয়ে আছে।

মহেশখালী দ্বীপের ধলঘাটা, মাতারবাড়ি, সোনাদিয়া ও তাজিয়াকাটা এলাকা জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ আরটিভি অনলাইনকে জানিয়েছেন, ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে পৌনে ৬টার দিকে টেকনাফ উপকূল দিয়ে অতিক্রম করতে শুরু ঘূর্ণিঝড়টি। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকা দিয়ে ঘূর্ণিঝড় ‘মোরা’সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে এ আঘাত হানে। উপকূলে আঘাত হানার সময় মোরা’র গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এর প্রভাবেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধমকা হওয়াসহ বৃষ্টি হচ্ছে।