• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সাঁতার না জেনেও ছেলেকে বাঁচাতে গেলেন বাবা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০১৭, ১৮:২০

লালমনিরহাটে পুকুরের পানিতে ডুবে বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে।

বোরবার বিকেলে জেলার কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের চৌধুরীহাটের কাশীরাম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশীরাম গ্রামের মৃত শুকুর আলীর ছেলে দবিয়ার রহমান টিটু (৩৮) ও তার ছেলে নীরব হোসেন (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ি সংলগ্ন একটি পুকুরে রোববার বিকেলে ছেলে নীরব গোসল করতে নামে। কিছুক্ষণ পরে বাবা দবিয়ার রহমান দেখতে পান পুকুরের মাঝখানে পানিতে ডুবে যাচ্ছে ছেলে নীরব। এ সময় পুকুর থেকে ছেলেকে উদ্ধার করতে গেলে দু’জনই পানিতে তলিয়ে যান।

পরে এলাকাবাসী নীরবকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তবে স্থানীরা পিতা দবিয়ার রহমানকে উদ্ধার করতে না পাড়ায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা দবিয়ার রহমানের মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহসান হাবীব জানান, হাসপাতালে আসার আগে নীরবের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার এসআই রাজু আহমেদ জানান, ছেলে নরীবকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর বাবা দবিয়ার রহমান সাঁতার জানতেন না বলে পানিতে তলিয়ে যান। গেলে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh