• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটে ৫০০ বছরের পুরনো মন্দিরের মূর্তি ভাঙচুর (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, জয়পুরহাট

  ২৭ মে ২০১৭, ১৬:২০

জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা গ্রামে অবস্থিত প্রায় সাড়ে ৫শ’ বছরের পুরনো ঐতিহাসিক বারো শিবালয় মন্দিরের শিবলিঙ্গসহ বিভিন্ন দেব-দেবীর ১২টি প্রাচীন মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে এ মূতিগুলো ভাঙচুরের করা হয়। দুর্বৃত্তদের ভাঙচুরের কারণে কষ্টি পাথরের প্রায় সব ক’টি মূর্তিরই আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার সকাল থেকে এ মন্দিরে সকল প্রকার পূজা অর্চনা বন্ধ রয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে মূল মন্দিরের গেটে অতিরিক্ত তালা ঝোলানো দেখতে পায় মন্দিরের পুরোহিত সেতু মহন্ত। পরে তিনি গেটের ফাঁক দিয়ে মন্দিরের মূর্তি ভাঙা দেখতে পান।

মন্দির কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে দুর্বৃত্তের লাগানো তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৩টি শিবলিঙ্গ ভাঙা দেখতে পায়।

জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান জানান, মন্দিরের মূর্তি কি কারণে ভাঙচুর করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। মন্দিরের সার্বিক নিরাপত্তা রক্ষায় পুলিশ ব্যবস্থা নিয়েছে।

পুলিশ সুপার আরো জানান, ২ মাস আগেও একই মন্দিরে অগ্নিসংযোগসহ কয়েকটি ক্ষুদ্রাকৃতির ব্রোঞ্জ মূর্তি চুরির ঘটনা ঘটে। তবে কিছু দিন পর চুরি যাওয়া মূর্তিগুলো ওই মন্দিরেই ফের ফেরতও দিয়ে যায় দুর্বৃত্তরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh